অজ্ঞান হয়ে যাওয়া তো আছেই। তবে অনেক সময় জ্ঞান থাকলেও স্ট্রোক হতে পারে। কাজেই যে সব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে তা হলো-
★ কথা জড়িয়ে যাওয়া। ফলে কথা বুঝতে অসুবিধা হয়।
★ মনে একটা সংশয় দেখা দেওয়া।
★ মুখ, জিভের কিছু অংশ, হাত, পা অবশ হয়ে যাওয়া। শরীরের একটা দিক অবশ হয়ে যাওয়ায় হাত, পা নাড়াতে না পারা।
★ দুচোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা।
★ কখনও আবার ডুয়াল ভিশন বা একটা জিনিসকে দুটো দেখার সমস্যা হয়।
★ মাথা যন্ত্রণা। বমিভাব বা বমি হতে পারে।
দাঁড়িয়ে থাকার সময় এধরনের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে। কাজেই স্ট্রোকের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আগে মনে করা হতো ছেলেদেরই সে সমস্যা বেশি হয়। যদিও মহিলাদেরও এই অসুখে আক্রান্ত হওয়ার চান্স যথেষ্টই।